বর্তমান যুগে বেশিরভাগ ছেলেরাই স্লিম ফিগারের মেয়েদের পছন্দ করে। ছেলেরাও মেয়েদের সামনে নিজেদের আকর্ষিত করার জন্য নিজেদের সব দিক থেকে ফিট রাখে। সবার পছন্দ কখনোই সমান হয়না, কেউ রোগা মেয়েদের পছন্দ করে কেউ আবার মোটা মেয়ে পছন্দ করে। পছন্দ করাটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার।
কিন্তু আপনারা অনেকেই জানেন না রোগা মেয়েদের থেকে মোটা মেয়েরা অনেক বেশি সুন্দর হয়। কারণ মোটা মেয়েরা সবসময় খুশি থাকতে ভালোবাসে এবং এরা মনের দিক থেকেও খুব সরল। এরা তাদের চারপাশের মানুষদেরও খুশি রাখে। মোটা মেয়েরা খুব ইমোশনাল হয়। এক গবেষণায় দেখা গেছে রোগা মেয়েদের বিয়ে করলে বেশি খুশি থাকা যায়।
আসুন তাহলে জেনে নেওয়া যাক মোটা মেয়েদের বিয়ে করার সুবিধাগুলি।
১) মোটা মেয়েরা শুধুমাত্র নিজের কথা ভাবেনা। পরিবার এবং স্বামীর গুরুত্বও তাদের কাছে অনেক বেশি। এরা স্বামীদের অনেক শ্রদ্ধা করেন এবং নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে জানেন। শুধুমাত্র স্বামী নয় শশুরবাড়ির সমস্ত লোকদেরই সম্মান করেন। সবসময় স্বামী এবং পরিবারকে হাসি খুশি রাখার চেষ্টা করেন।
২) বিয়ের পর মেয়েদের অনেক দায়িত্ব বেড়ে যায়। বাবার বাড়িতে কখনোই কাজ করতে না হলেও শ্বশুরবাড়িতে সে-ই সমস্ত কাজ বুঝে নেয়। রোগা মেয়েদের তুলনায় মোটা মেয়েরা খুব দায়িত্ববান হয়, তাই তারা এসব তাড়াতাড়ি বুঝে যায়। এরা নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেন। অন্যদের সেবা করতে খুবই ভালোবাসেন।
৩) সংসারে করতে গেলে বুদ্ধির প্রয়োজন। রোগা মেয়েদের থেকে মোটা মেয়েরা বেশি বুদ্ধিমতী হয়। মোটা মেয়েদের মধ্যে কোনো অলসতা থাকে না। যেকোনো কাজই আনন্দে করে ফেলে। যতই কঠিন কাজ হোক না কেন এরা ধৈর্য নিয়ে সবই অল্প সময়ের মধ্যে করে দেয়।
৪) মোটা মেয়েরা রান্নার দিক থেকেও রোগা মেয়েদের তুলনায় বেশি পারদর্শী। এরা যেমন খেতে ভালোবাসে তেমনি খাওয়াতেও ভালোবাসে। রেঁধে-বেড়ে এরা মন জয় করতে পারে।
No comments:
Post a Comment