চাকরির ইন্টারভিউ দিয়েও কি সাফল্য আসছে না! ব্যর্থতা কাটাতে টিপস - Pratidin Bangla News | Bollywood, Hollywood, Celebrities, Religion & Sports News |

Post Top Ad

চাকরির ইন্টারভিউ দিয়েও কি সাফল্য আসছে না! ব্যর্থতা কাটাতে টিপস

Share This
Job Interview
Job Interview
বহুবার চাকরির ইন্টারভিউয়ের ডাক পেয়েও কিছুতেই চাকরি পাচ্ছেন না?এমন সমস্যায় কেবল আপনিই যে ভুগছেন তা নয়। এরকম সমস্যা অনেকের জীবনেই আসতে পারে। তবে তার থেকে মুক্তি পেতে ফেংশুই মতে একাধিক টিপস রয়েছে। দেখে নিন চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে কী কী করা উচিত।
  • ঘরের সদর দরজার সামনে কোনও ধরনের স্তূপাকৃত জিনিস বা নোংরা থাকলে, তা অবিলম্বের সরিয়ে ফেলুন। এতে ফেংশুই মতে ঘরের 'চি' পোজিশন-এর ওপর নেগেটিভ প্রভাব পড়ে। যা নষ্ট করে দেয় কেরিয়ার।
  • ফেংশুই মতে , পুরনো জিনিস সরিয়ে ফেলুন। ঘরের মধ্যে জং ধরা, পুরনো ধূলো-বালির জিনিসপত্র থাকলে তা শিগগিরি সরিয়ে ফেলুন।
  • বাড়িতে পুরনো কোনও পার্টি যদি আয়োজিত হয়ে থাকে, তাহলে সেই পার্টিতে সাজানো জিনিসপত্রও ঘরে বেশিদিন রাখবেন না।এতে সমস্যা হয় ।বিশেষত বাড়ির উত্তর দিকে এমন কিছু থাকলে সরিয়ে ফেলুন।
  • বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখুন ফেংশুই এলিমেন্ট। কোনও ধাতব পাত্রে জল রাখলেও তাতে পরিবারের সদস্যদের কেরিয়ারের উন্নতি হয়। উত্তর পশ্চিমে রাখতে পারেন ধাতব কোনও পাত্র বা ঘণ্টা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages