কুম্ভমেলায় বিপুল সংখ্যায় ভক্তদের সমাগম নতুন নয়। প্রায়ই রেকর্ড অঙ্ক স্পর্শ করে এই সংখ্যা ৷ তবে এই বারের রেকর্ড নাম তুলে ফেলল গিনেস বুকেও!
সবে শেষ হওয়া প্রয়াগরাজ অর্ধ কুম্ভ এবছর একাধিক রেকর্ড করেছে বলে সূত্রের খবর। তার মধ্যে রয়েছে ভিড় নিয়ন্ত্রণ, প্রচুর মানুষের জন্য শৌচাগার, মেলার পরিচ্ছন্নতা, এবং বিশাল সংখ্যায় সাধারণ ভক্তদের সমাগম৷
প্রতি ১২ বছরে একবার পূর্ণকুম্ভের তিথিতে মেলা বসে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, হরিদ্বার, নাসিকে৷ একই ভাবে প্রতি ছ’বছরে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ৷ ২০১৩ সালের পরে আবার ২০১৯-এর ১৫ জানুয়ারি শুরু হয়েছিল কুম্ভমেলা৷ ২০১৩ সালে প্রায় ১২ কোটি মানুষ এই মেলায় এসেছিলেন৷ সূত্রের খবর, এবারে পূণ্যার্থী সমাগমের সংখ্যাটা সেটা ছাড়িয়ে গিয়েছে৷
উত্তরপ্রদেশ সরকার এই কুম্ভমেলার ভিড় নিয়ন্ত্রণ, স্বচ্ছতার জন্য প্রচুর ব্যবস্থা নিয়েছিলেন। এবং সেই কারণেই গিনেস বুকে নাম তোলার সম্মান এসেছে বলে দাবি বিজেপি সরকারের৷
২০১৩ সালে কুম্ভমেলার জন্য সরকার খরচ করেছিল প্রায় ১,৩০০ কোটি টাকা৷ সেই অঙ্কটায় যোগী-মোদী সরকারের আমলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪,২৩৬ কোটি টাকায়৷ এই টাকার মধ্যে ২০০০ কোটি টাকা দিচ্ছে যোগী সরকার৷ বাকি অর্থ দিচ্ছে কেন্দ্র।
No comments:
Post a Comment