চলে গেলেন মতুয়া সম্প্রদায়ের গুরুমাতা বীণাপাণি দেবী - Pratidin Bangla News | Bollywood, Hollywood, Celebrities, Religion & Sports News |

Post Top Ad

চলে গেলেন মতুয়া সম্প্রদায়ের গুরুমাতা বীণাপাণি দেবী

Share This
মতুয়া গুরুমাতা বীনাপানি
ভারতের মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা গুরুমাতা বড়মা বীণাপাণি দেবী আর নেই। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।
বার্ধক্যজনিত অসুস্থতায় কয়েক দিন ধরে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীণাপাণি দেবী। গত সোমবার তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বুধবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সম্মানসূচক ডিলিট দেওয়ার কথা ছিল।
মতুয়া সম্প্রদায়ের এই গুরুমাতার জন্ম অবিভক্ত ভারতবর্ষের বরিশাল জেলার জব্দকাঠিতে। অল্প বয়সেই গোপালগঞ্জের ওড়াকান্দির মতুয়া আশ্রমের প্রমথ রঞ্জন ঠাকুরকে বিয়ে করেন। দেশ বিভাগের পর তিনি স্বামীকে নিয়ে চলে আসেন কলকাতায়। পরবর্তী সময়ে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের আশ্রম গড়েন। স্বামীর মৃত্যুর পর তাঁর দুই ছেলেকে নিয়ে আশ্রমের দায়িত্ব নেন তিনি। এরপর থেকে মতুয়া সম্প্রদায়ের গুরুমাতা হিসেবে পূজিত হতে থাকেন।

বড়মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মতুয়া মহলে। তাঁর মৃত্যুসংবাদে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেন,‘বড়মা বীণাপাণি দেবী আমাদের সময়ের একজন আইকন। বহু মানুষের অনুপ্রেরণা ও শক্তির উৎসস্থল। আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বড়মায়ের আদর্শ। সামাজিক ন্যায় ও ঐক্যের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ 
প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘গত মাসে বড়মায়ের আশীর্বাদ নেওয়ার সুযোগ হয়েছিল আমার। তাঁর সাক্ষাৎ চিরকাল আমার মনে থেকে যাবে। দুঃখের সময়ে মতুয়া সম্প্রদায়ের পাশে রয়েছি আমরা।’ 
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে এসে বড়মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages