দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা কাজল আগরওয়াল। বেশ কয়েকটি বলিউডি সিনেমাতেও অভিনয় করেছেন কাজল। দক্ষিণী সিনেমায় তিনি এখন এক নম্বর নায়িকা। ছবি প্রতি যে অর্থ তিনি পান, তা নাকি কোনো দিন কোনো নায়িকা দক্ষিণী সিনেমায় পাননি।
সম্প্রতি কাজল আগরওয়ালের নতুন ছবি 'প্যারিস প্যারিস' এর টিজার প্রকাশ হয়েছে। আর তাঁর জেরেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে কাজলকে নিয়ে। এই ম্যুভির টিজারের একটি দৃশ্যে দেখা গেছে, কাজলের বুকে হাত দিচ্ছেন অভিনেত্রী এলি আব্রাম। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি। ভাইরাল এই টিজারটি এখন পর্যন্ত প্রায় এক কোটি দর্শক দেখেছেন।
প্রসঙ্গত, ‘প্যারিস প্যারিস’ কঙ্গনা রানাওয়াতের ‘কুইন’ ছবির দক্ষিণী রিমেক। তামিল ছাড়াও ২০১৪ সালের হিন্দি ব্লকবাস্টার ছবিটি তেলুগু ও মালয়ালম ভাষাতেও রিমেক হচ্ছে।
No comments:
Post a Comment